গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আনসার ও ভিডিপি উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাহিনীর উপ-মহাপরিচালক ফাতেমা সুলতানা।
টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আনসার ও ভিডিপির গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক হানিফ সেখ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ গোলাম হারুন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
পরে আনসার ও ভিডিপি বাহিনীর কৃতি ২৫ সদস্যের হাতে সেলাই মেশিন, বাইসাইকেল, ছাতা ও টর্চলাইট তুলে দেন অতিথিরা।
এর আগে আনসার ভিডিপি সমাবেশ উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
দিনব্যাপী এই সমাবেশে টুঙ্গিপাড়া উপজেলার ২ শ’ আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন