শেরপুর জেলা শহরের বিভিন্ন অবৈধ প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ অভিযান চলছে। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়।
স্বাস্থ্য বিভাগের সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের কর্মকর্তা ডা. মোবারক হোসেন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সানাউল মোর্শেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দুপুর ২টা পর্যন্ত দুইটা হাসপাতালে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসনের দাবি, জরিমানা করা হাসপাতালের সরকারি নিবন্ধন ছিল না।
উল্লেখ্য, গত ২৮ মে শহরের ১০১টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৪২টি অবৈধ হওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়। তবে বন্ধ ঘোষণা করলেও অভিযানের পরের দিন থেকেই ওই সব অনুমোদনহীন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ব্যবসা পরিচালনা করে আসছে।
এমন খবরের ভিত্তিতে আজ আবারও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তবে অভিযানের খবর পাওয়ার সাথে সাথে অধিকাংশ অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হয়ে যায়। বন্ধ পাওয়া ওইসব ব্যবসায়ী প্রতিষ্ঠানে নোটিশ টানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই