দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, ভোটাধিকার ফিরিয়ে দাও, পরিবারের জন্য রেশনিং কার্ডসহ ন্যায্যমূল্যের দোকান চালুর দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুড়িগ্রাম জেলা শাখা জেলা শহরে পথসভা ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার দুুপুুরে কুড়িগ্রাম কলেজ মোড় ও কেন্দ্রীয় শাপলা চত্বরে এ পথসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি উপেন্দ্র কুমার রায়, সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম রাজু, সহ-সাধারণ সম্পাদক সুব্রতা রায়, সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ