মাগুরায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পানিসম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় ব্রি ধান-৮১ এর উৎপাদন নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে মাগুরা সদরের মাধবপুর গ্রামে লস্করপুর-মাধবপুর পানি ব্যবস্থাপনা দলের সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হায়াত মাহমুদ।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোশারফ হোসেন, পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প দ্বিতীয় পর্যায়ের সিনিয়র ফ্যাসিলিটিটর মোছায়বুর রহমান, কমিউনিটি ফ্যাসিলিটিটর খালেকুজ্জামান সজল, লস্করপুর মাধবপুর পানি ব্যবস্থাপনা দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
কর্মসূচিতে পানি সম্পদ ব্যবহারের মাধ্যমে দেশের খাদ্য ঘাটতি পূরণে উচ্চ ফলনশীল, দ্রুত ফলদায়ক ও অধিক পুষ্টিমান সম্পন্ন ব্রি-৮১ ধানের উৎপাদন ও সম্প্রসারণ বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হয়। মাঠ দিবসে লস্করপুর-মাধবপুর পানি ব্যবস্থাপনা দলের প্রায় তিনশত কৃষক অংশ নেন।
বিডিপ্রতিদিন/কবিরুল