নাটোরে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিয়ে জেলায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক আবুল কাশেমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মাদ্রাসাতুল জামহুরিয়ার অধ্যক্ষ আখতার হোসেন এবং মূল প্রবন্ধ উপস্থাপনা করেন কান্দিভিটা জামে মসজিদের খতিব মাওলানা গোলাম মোস্তফা।
ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত কর্মশালায় জেলা পর্যায়ে মসজিদের ইমাম, খতিব এবং আলেম ওলামাবৃন্দ অংশগ্রহন করেন।
বিডি প্রতিদিন/এএ