পটুয়াখালীর কলাপাড়ায় ব্যবসায়ীদের কারিগরি দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী পৌরসভার মিলনায়তনে ওয়াস ব্যবসায়ীদের এ প্রশিক্ষণের বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়।
কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণে মো. আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির। ব্যবসায়ীদের কারিগরি দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর কলাপাড়া ও বরগুনার ট্রেনিং অফিসার মো.শরিফুল ইসলাম খান।
এসময় বে-সরকারি উন্নয়ন সংস্থা আশা’র কলাপাড়া শাখার ব্যবস্থাপক মো. ফারুক হোসেন, ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতির কোষাধ্যক্ষ মো. শানু সিকদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম