ডাক্তার পদবিসহ ১১ দফা দাবিতে কিশোরগঞ্জ জেলা হোমিওপ্যাথিক পরিষদ মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ কালেক্টরেট প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন মো. আসাদুল্লাহ, বাবুল আচার্য, হাবিল মিয়া, ফেরদৌস খান, মইন উদ্দিন, রফিকুল ইসলাম, দিদারুল ইসলাম, এনায়েতুল্লাহ, মাসুম বিল্লাহ, আমিনুল ইসলাম, ফায়েজুল ইসলাম, আশ্রাফুল ইসলাম, বাহাউদ্দিন, নাসির উদ্দিন, সালমা বেগম প্রমুখ।
মানববন্ধন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বরাবরে ১১ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
বিডি প্রতিদিন/এএ