গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ।
বৃহস্পতিবার বিকালে টুঙ্গিপাড়ায় নব নির্বাচিত মেয়র শেখ রকিব হোসেনের নেতৃত্বে নব নির্বাচিত কাউন্সিলরগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র ও ১৫টি ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলরগণ বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সিনিয়র সহ সভাপতি মোঃ রুহুল আমিনসহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন