ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শনিবার সকালে পানিতে ডুবে গোপাল চন্দ্র দাস (২) নামক এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার আলীনগর গ্রামের লতাবদ্ধ পাড়ার পীযুষ চন্দ্র দাসের ছেলে।
জানা যায়, সকাল ১০টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বৃষ্টির পানি জমে থাকার ফলে পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর জমির পানিতে শিশুটির দেহ ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরাইল থানার এসআই বশির জানান, পানিতে ডুবে শিশু নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও শিশুর পিতার কোন অভিযোগ না থাকায় আমরা চলে আসি।
বিডি প্রতিদিন/এএম