টাঙ্গাইল শহরে শিহাব মিয়া নামের এক পঞ্চম শ্রেণি শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিশ্বাস বেতকা সুপারি বাগান এলাকা থেকে তার লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্কুল শিক্ষকরা। নিহত শিহাব মিয়া সখীপুর উপজেলার বেরবাড়ি গ্রামের প্রবাসী ইলিয়াস হোসেনের ছেলে।
তার পরিবারের অভিযোগ, এটি রহস্যজনক মৃত্যু। এটা কোন স্বাভাবিক ও আত্মহত্যার মতো কোন ঘটনা নয়। তাই তদন্ত সাপেক্ষে শাস্তির দাবি করেন শিহাবের পরিবারের সদস্যরা।
শিহাবের ফুফাতো ভাই আল আমিন সিকদার বলেন, চার মাস আগে ৫ম শ্রেণীতে শিহাব মিয়াকে ভর্তি করা হয়। স্কুল থেকে আমাদের জানানো হয়েছে শিহাব এক্সিডেন্ট করেছে। আবার ফোন করে বলে শিহাব মাথা ঘুরে পড়ে গেছে। শিহাব যেখানে থাকতো আমাদের সেখানে যেতে দেয়া হয়নি। শিহাব আত্মহত্যা করার মতো ছেলে না। আমরা মনে করছি এটি একটি হত্যাকাণ্ড। তদন্ত সাপেক্ষে স্কুল কর্তৃপক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
শিহাবের দাদা ইসমাইল হোসেন বলেন, বাড়ি থেকে যোগাযোগের জন্য ফোন করা হলে সব সময় শিহাবকে পাওয়া যেতো না। স্কুল কর্তৃপক্ষ শিহাবের হাতে ফোন দিতো না। বিষয়টি খুব রহস্যজনক।
এ ব্যাপারে স্কুলের ভাইস প্রিন্সিপাল বলেন, সে ঝর্ণার পাইপের সাথে গামছা পেচিয়ে আত্মহত্যা করছে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিশুটির গলার নিচে হালকা দাগ আছে। তাছাড়াও শরীরের কোথাও কোন আঘাতে চিহ্ন নেই। তদন্ত চলমান রয়েছে। ময়না তদন্তের প্রতিবেদনের পর মূল ঘটনা জানা যাবে।
বিডি প্রতিদিন/এএম