প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক নোয়াখালীতে সোমবার দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলার চেয়ারম্যান এ.কে.এম. সামছু উদ্দিন জেহান।
কর্মশালা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সদর সহকারী (ভূমি) কমিশনার হাফিজুল হক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস.এম নজরুল ইসলাম, ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আতিকুর রহমান ভূঁইয়া, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নূর আলম ছিদ্দিকি, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা মোমিন, সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় দশটি উদ্ভাবনী বিষয়ের উপর তাদের মতামত উপস্থান করেন। বক্তাগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই জাতীয় উদ্যোগের জন্য ধন্যবাদ জানান তারা। কর্মশালায় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবি সহ ৫০ জন অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএম