টাঙ্গাইলের মির্জাপুরে তেলবাহী একটি ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মির্জাপুর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, বিকেলে একটি তেলবাহী ট্রেন ২৪টি বগি নিয়ে চট্টগ্রাম থেকে রংপুরের দিকে যাচ্ছিল। এসময় ট্রেনটি মির্জাপুর রেল স্টেশনে পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে পাশেই পড়ে যায়।
মহেড়া রেল স্টেশন মাস্টার মো. শাহীন বলেন, ‘৯৮১ নম্বর তেলবাহী ট্রেনটির ইঞ্জিন ও একটি তেলের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। লাইনচ্যুতটি মেইন লাইনে হয়নি, এ জন্য রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর রেল স্টেশন মাস্টার কামরুল হাসান বলেন, ‘তেলবাহী ট্রেনটি সম্ভবত ব্রেক জনিত কারণে লাইনচ্যুত হয়। মেইনলাইন সচল থাকায় রেল চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম