চাঁদপুরের হাইমচরে ২০২১-২২ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে জাল বিতরণ ও মাছ চাষিদের মাঝে মাছের খাবার বিতরণের উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান। সোমবার হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের প্রকল্পের আওতায় ৪ গ্রুপে ৩ জন করে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষীদের মাঝে জাল এবং বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় ৯ জনের মাঝে মাছের খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল ফয়সাল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশিদ, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মানিক দেওয়ান, মোক্তার আহমেদ দর্জি, মো. বাবুল পেদা প্রমুখ।
জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন, ইলিশ সম্পদ রক্ষায় প্রধানমন্ত্রীর এটি বিশেষ পদক্ষেপ। ইলিশ সম্পদ রক্ষার জন্য জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ করা হয়েছে। ইলিশের বাড়ি চাঁদপুরের সুনাম ধরে রাখার জন্য এই জাল জেলেদের মাঝে সহায়ক ভূমিকা রাখবে।
বিডি প্রতিদিন/এএম