প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত জেলা ও উপজেলা পর্যায়ে ১০টি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. সৈয়দা ফারজানা নূর চৌধুরী। সোমবার ও মঙ্গলবার তিনি সরকারি ও বে-সরকারি পর্যায়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। এর মধ্যে আছে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার, আশ্রয়ন প্রকল্প এবং বে-সরকারি পর্যায়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রকল্প।
বরগুনার ফুলঝুড়ি ইউনিয়নে অক্সফামের সহযোগিতায় জাগোনারীর রি-কল প্রকল্পের আওতায় সিবিও'র ক্ষুদ্র উদ্যোক্তা লাইজু বেগমের হাইজিন সেন্টার পরিদর্শন করেন। তাৎক্ষণিক তার ব্যবসায় সহায়তায় সহজ শর্তে ব্যাংক ঋণ এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সহযোগিতার জন্য মহিলা অধিদপ্তরসহ স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেন।
এসময় যুগ্ম সচিব বলেন, সরকারের পাশাপাশি এভাবে সকল স্তরে ব্যক্তি পর্যায়ে ক্ষুদ্র উদ্যাক্তারা এগিয়ে এলে অর্থনৈতিক বৈষম্য থাকবে না। নারীদের অর্থনৈতিক আত্মনির্ভরশীলতায় তৃণমূল পর্যায়ে ভূমিকা রাখায় জাগোনারীকে ধন্যবাদ জানান তিনি।
এছাড়া বে-সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত সু-রঞ্জনা ইকোট্যুরিজম এন্ড রিসোর্ট সেন্টার পরিদর্শন করে তিনি বলেন,পদ্মা সেতু বরগুনার পর্যটন শিল্পের প্রসার ঘটাবে। চমৎকার একটি পর্যটন এলাকা ব্যক্তি উদ্যেগে গড়ে তোলায় তিনি উদ্যোক্তাদের প্রশংসা করেন।
এ সময় তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট শুভ্রা দাস, মহিলা অতিদফতরের উপ-পরিচালক মেহেরুন্নাহার মুন্নী, এনডিসি ফারহানা ইয়াসমিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্হিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা