রংপুরে প্রাণি সম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ ওয়ালিউর রহমান আকন্দের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে প্রাণি সম্পদ কর্মকর্তার ভবনস্থ বিভাগীয় পরিচালকের বিশ্রাম কক্ষের বাথরুম থেকে গোসল করার শাওয়ারের (জলযন্ত্র) সাথে গলায় গামছা পেচানো মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওয়ালিউর রহমান প্রাণি সম্পদ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ে চলতি বছরের পহেলা মার্চ যোগদান করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৯ ব্যাচের একজন কর্মকর্তা ছিলেন।
তার বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায়। তার স্ত্রী ও দুই সন্তান বগুড়ায় থাকেন। চাকরির কারণে তিনি তার দফতরের পাশে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তৃতীয় তলার একটি রুমে থাকতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, রংপুর জেলা ও বিভাগীয় প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয় পাশাপাশি হওয়ায় জেলা কার্যালয়ের তৃতীয় তলার একটি কক্ষে থাকতেন বিভাগীয় পরিচালক ওয়ালিউর রহমান। মঙ্গলবার সকালে অফিসে আসতে দেরি হওয়ায় দপ্তরের কর্মচারীরা তার খোঁজে ওই কক্ষে গেলে বাথরুমে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওয়ালিউর রহমানের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, তার পরিবারকে সংবাদ দেয়া হয়েছে। তারা এলে ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। পারিবারিক কিংবা দাপ্তরিক কোন সমস্যা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজমুল