নাটোরের বাগাতিপাড়ায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনায় সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোরের সহযোগিতায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ধর্মীয় নেতা, শিক্ষার্থী, শিক্ষক, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি, সংখ্যালঘু গোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহাদ আলী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ ও এ এস এম মঈনউদ্দিন কবির, উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ। সচেতনতামূলক এ কর্মশালায় মোট ১৫০ জন ডেলিগেট অংশ নেয়।
বিডি প্রতিদিন/এমআই