শেরপুরে আদালত চত্বর থেকে হাতকড়াসহ পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালানোর ৩ ঘণ্টা পর আবারও গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম আব্দুস সালাম (২৫)। সালাম সদর উপজেলার ইলশার নামাপাড়া গ্রামের মো. গুঞ্জর আলীর ছেলে।
মঙ্গলবার দুপুরে পালানোর পর সদর উপজেলার পাকুড়িয়া এলাকায় ওর নানা বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সালাম মাদক মামলায় অভিযুক্ত।
আদালত সূত্রে জানা গেছে, গত ১৯ জুন রবিবার বিকেলে ২৪ গ্রাম হেরোইনসহ শেরপুর সদর উপজেলার জঙ্গলদী আমতলা চৌরাস্তা এলাকা থেকে আব্দুস সালামকে আটক করে র্যাব-১৪। পরের দিন তাকে মাদক আইনের মামলাসহ সদর থানা পুলিশে সোপর্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া বলেছেন, একটি তদন্ত কমিটি গঠন করা হবে। গাফিলতি প্রমাণিত হলে দায়িত্বপ্রাপ্ত পুলিশের বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ করা হবে।
বিডি প্রতিদিন/এএম