সাতক্ষীরা সাতানী শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ ও সাবেক ঘোনা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান মশাকে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় কলেজ থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় কলেজ গেট সংলগ্ন এলাকায় তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা।
এ সময় তার ডান পায়ে গুলি লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাৎক্ষণিক সংবাদ পেয়ে কলেজের ম্যানিজিং কমিটির সভাপতি সাতক্ষীরা সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মোরশেদ তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে অপারেশন থিয়েটারে তার অস্ত্রোপচার হচ্ছে। গুলিবিদ্ধ ফজলুর রহমান মশা সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ জানান, হত্যার উদ্দেশ্যে ফজলুর রহমানের ওপর গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। তিনি এখন শঙ্কামুক্ত রয়েছেন। এ ঘটনায় কাদের হাত থাকতে পারে, সে ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সেটি খতিয়ে দেখা হচ্ছে। সন্ত্রাসীদের ধরতে অপারেশন শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই