গাজীপুরের কালিয়াকৈরে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় একব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার হরতকিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন- কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকার জলিল উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪৮)।
প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে মঙ্গলবার তাদের বাড়ি হরতকিতলা যাচ্ছিলেন। দুপুর দেড়টার দিকে হরতকিতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় টাঙ্গাইলগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ওই হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ