ময়মনসিংহের ফুলপুরে রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২২ অর্থ বছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মাদ হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আলমামুন, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া সেমিনারে বিভিন্ন ইউনিয়নের ৫০ জন কৃষক উপস্থিত ছিলেন।