তামাক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে গাজীপুরের কালিয়াকৈরে তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইড লাইন ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটি ও এ্যাকশান কমিটির ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব)। মঙ্গলবার দুপুরে উপজেলার মাকিষবাথান এলাকায় কালিয়াকৈর প্রেস ক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওই সমিতির কালিয়াকৈর শাখার সভাপতি সরকার আব্দুল আলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব রানা, ওই সমিতির প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদ, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরসহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন ওই সমিতির সদস্য, শিক্ষক, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা মাদকের বিভিন্ন ক্ষতিকর দিক তোলে ধরে যৌথভাবে তামাক নিয়ন্ত্রণ ও অধুমপায়ীদের রক্ষাসহ তামাক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে আলোচনা করেন।
বিডি প্রতিদিন/এএ