বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেরার অমৃতনগর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ইউনুস শেখ (৩৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বুধবার দুর্ঘটনায় নিহত ইউনুস শেখ বরিশাল সদর উপজেলার মগরপারা গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে এবং মুলাদী উপজেলা সমবায় কার্যালয়ে সহকারী পরিদর্শক ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার সকালে বরিশাল নগরী থেকে মুলাদী সমবায় কার্যালয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন ইউনুস। অমৃত নগর কারখানা এলাকা অতিক্রমকালে একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগরীর বিমান বন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এএম