গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, দোয়া ও মোনজাত করা হয়।
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ফরিদ অনুষ্ঠানটি সঞ্চালনা করে।আর শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ূন কবির হিমুর সভাপতিত্বে এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড মোঃ শামসুল আলম প্রধান, গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাফি উদ্দিন মোড়ল, শ্রীপুর উপজেলা পরিষদের বাইশ চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ নুরে আলম মোল্লা, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ মোঃ মাসুদ আলম ভাঙ্গী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, শ্রীপুর উপজেলা শ্রমিকলীগ নেতা আরজু সরকার, শ্রীপুর উপজেলা যুবলীগ নেতা শেখ সেলিম।
বিডি প্রতিদিন/নাজমুল