টাঙ্গাইলের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি স্কুলের আবাসিকে পঞ্চম শ্রেণীর ছাত্র শিহাব (১২) এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সহপাঠী ও শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে কয়েকটি স্কুল-কলেজের উদ্যোগে সৃষ্টি স্কুলের শিক্ষার্থীরা টাঙ্গাইল শহরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
উল্লেখ্য, টাঙ্গাইল শহরের সৃষ্টি একাডেমিক স্কুলের আবাসিক ভবণ থেকে শিহাব মিয়া নামের এক পঞ্চম শ্রেণী শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। সোমবার সন্ধ্যায় বিশ্বাস বেতকা সুপারি বাগান এলাকা থেকে তার লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ভবণের দায়িত্বরত শিক্ষকরা। নিহত শিহাব মিয়া সখীপুর উপজেলার বেরবাড়ি গ্রামের প্রবাসী ইলিয়াস হোসেনের ছেলে। তার পরিবারের অভিযোগ, এটি রহস্যজনক মৃত্যু। এটা কোন স্বাভাবিক ও আত্মহত্যার মতো কোন ঘটনা নয়। তাই তদন্ত সাপেক্ষে শাস্তির দাবি করেন শিহাবের পরিবারের সদস্যরা।
বিডি প্রতিদিন/এএ