ময়মনসিংহের ফুলপুর উপজেলার বায়রাখালী ব্রিজের পাশে থেকে পাহাড়ি ঢলে ভেসে আসা একটি লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে কংশ মালিঝি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে নালিতাবাড়ীর ভোগাই নদীতে ঢলের কারণে নৌকা ডুবে একজন নিখোঁজ হয়েছিলেন। এই লাশ সেই নিখোঁজ ব্যক্তির কি না তা শনাক্ত করতে নালিতাবাড়ী থেকে লোকজন এসেছেন।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, নালিতাবাড়ী থেকে লোকজন এসে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছেন। তবে রিপোর্ট লেখা পর্যন্ত ওই লাশের পরিচয় জানা যায়নি।
বিডি প্রতিদিন/কালাম