বিশ্ব যোগ দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ায় হোটেল মমইনে, টিএমএসএস ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে পালিত হল ৮ম আন্তর্জাতিক বিশ্ব যোগ দিবস। এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল মানবতার জন্য যোগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার (ভারপ্রাপ্ত) শ্রী বিজদেও প্রসাদ। এতে সভাপতিত্ব করেন টি এম এস এস-এর উপ-নির্বাহী পরিচালক ড. মতিউর রহমান। আরও উপস্থিত ছিলেন বগুড়া কোয়ান্টাম ফাউন্ডেশনের সিনিয়র আর্ডেন্টিয়ার নাফিস ফারুক, মিজানুর রহমান।
কোয়ান্টাম ফাউন্ডেশনের চিফ ইয়াগো ইনস্ট্রাক্টর আহমেদ শরীফের পরিচালনায় নানা শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষ ঘণ্টাব্যাপী যোগাসন অনুশীলন করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
কোয়ান্টাম ১৯৮৩ সালে যোগ ফাউন্ডেশন গঠনের মাধ্যমে বাংলাদেশে সাধারণ মানুষের যোগব্যায়াম চর্চার নতুন দ্বার উন্মোচিত করে। ২০১৬ থেকে কোয়ান্টাম বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার (বিপিএটিসি), বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) অ্যাডমিনিস্ট্রেশন একাডেমি, পুলিশ ট্রেনিং সেন্টার, রংপুর এবং আরও অনেক বেসরকারি প্রতিষ্ঠানে নিয়মিত যোগব্যায়াম প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।
বাংলাদেশে যোগব্যায়াম ও মেডিটেশনকে জনপ্রিয় করে তোলার পাশাপাশি গত ৩০ বছর থেকে কোয়ান্টাম ফাউন্ডেশন দেশে ৩৬ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে করোনাকালে কোয়ান্টামের দাফন স্বেচ্ছসেবীরা বগুড়াতে দুইশজন করোনাক্রান্ত মৃতদেহসহ সারাদেশে সাত হাজার লাশ দাফনের ব্যবস্থা করে।
এর পাশাপাশি বান্দরবান লামাতে ১৯৯৮ সাল থেকে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজে ১৮ জাতি গোষ্ঠীর সাড়ে তিন হাজার এতিম অসহায় শিশুকে আবাসিক সুবিধাসহ সম্পূর্ণ বিনামূল্যে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করে আসছে কোয়ান্টাম ফাউন্ডেশনের হাজারো স্বেচ্ছাসেবী। বাংলাদেশে বছরে রক্তের চাহিদা প্রায় ৮-১০ লাখ ইউনিট। এ পর্যন্ত কোয়ান্টাম ১৪ লাখ ব্যাগ বা ইউনিট রক্ত ও রক্ত উপাদান সরবরাহ করেছে। দেশের রক্তের মোট চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণ করছে কোয়ান্টাম ফাউন্ডেশন।
বিডি প্রতিদিন/কালাম