কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নের শালবাগান ক্যাম্প-২৬ এ অভিযান চালিয়ে বন্দুক এবং দেশীয় অস্ত্রসহ দুই রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন-ব্লক-এ/৩-এর নুর মোহাম্মদের ছেলে রোহিঙ্গা ডাকাত জোবাইর (২৫) ও ব্লক-সি/-এর খলিল আহমদের ছেলে ডাকাত সৈয়দ নুর প্রকাশ বড় সৈয়দ নুর (৩০)। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আওতাধীন টেকনাফ থানা এলাকার ৭টি রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান চলাকালে শুক্রবার ভোররাতে গোপন সূত্রে সংবাদ পাওয়া যায় যে, ক্যাম্প-২৬-এর (শালবাগান) এ/১০ ব্লক সংলগ্ন পাহাড়ের পাদদেশে একদল ডাকাত অস্ত্রসহ সমবেত হয়েছে।
এমন সংবাদের ভিত্তিতে শালবাগান এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স সেখানে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি একনালা বন্দুক, একটি কার্তুজ এবং একটি রামদা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ক্যাম্প এলাকায় অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই