২৫ জুন, ২০২২ ২২:৪৪

আদমদীঘিতে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

আদমদীঘিতে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে বিদ্যুতায়িত হয়ে শিমুল হোসেন (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শিমুল উপজেলার ডহরপুর গ্রামের আবু বক্করের ছেলে। শনিবার বেলা সাড়ে ১১টায় মুরইল বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, শনিবার সকালে উপজেলার নশরতপুর ইউপির সাঁকোয়া গ্রামের বাসিন্দা ও ইতালি প্রবাসী আব্দুর রশিদ বাবুর মুরইল বাজারে নির্মাণাধীন বিল্ডিংয়ের ৩য় তলায় নির্মাণ শ্রমিকের (রাজমিস্ত্রী) কাজ করছিলেন শিমুল হোসেন। তিনি স্টিলের ফিতা দিয়ে মাপজোখ করার সময় বিল্ডিং ঘেঁষে যাওয়া ১১ হাজার কেভি বিদ্যুৎতের তারে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বিল্ডিং মালিকের ভাই নুর মোহাম্মদ জানান, দুর্ঘটনার জন্য ১ লাখ টাকা এবং নিহতের মিলাদ মাহফিল করার জন্য ২০ হাজার টাকা তার পরিবারের সদস্যদের দেওয়া হয়েছে।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর