২৬ জুন, ২০২২ ১৯:২৯

হবিগঞ্জে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ, বানিয়াচং, লাখাই, নবীগঞ্জসহ জেলার বিভিন্ন স্থানের ৭শ বন্যাতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ  আনসার ও ভিডিপি। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশক্রমে সারা দেশে ন্যায় হবিগঞ্জের বন্যা দুর্গত মানুষের সাহায্যার্থে কাজ করছে হবিগঞ্জ জেলা আনসার ও ভিডিপি সদস্যগণ। আজ দুপুরে আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের বিভিন্ন স্থানে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন হবিগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কমান্ড্যান্টার অরূপ রতন পাল।

এ সময় তিনি নৌকায় করে বন্যা দুর্গত মানষদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ধ্রুব ভট্টাচার্য এবং উপজেলা আনসার কমান্ডার, ইউনিয়ন দলনেতা, দলনেত্রীসহ অন্যান্য আনসার ও ভিডিপি সদস্যগণ। 

এ ছাড়া রেঞ্জের উপ-মহাপরিচালকের উদ্যোগে হবিগঞ্জের আজমিরিগঞ্জ থেকে নৌকা ভাড়া করে সুনামগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আশ্রয় নেয়া প্রায় ছয় শতাধিক মানুষের জন্য ত্রাণ সামগ্রী প্রেরণ করেছেন হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট। ত্রাণ বিতরণ  কার্যক্রম অব্যাহত রয়েছে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর