২৮ জুন, ২০২২ ১৬:৩৫

নোয়াখালীতে বসতবাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে বসতবাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ

নোয়াখালীতে বসতবাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ

নোয়াখালীর সদর নেয়াজপুরের দেবীপুরে এক চা দোকানির বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার দুপুরে বিক্ষোভ করে সন্ত্রাসীদের শাস্তির দাবি এবং এলাকায় শান্তি বিরাজে প্রশাসনের কাছে জোর দাবি জানান স্থানীয়রা।

সম্প্রতি বকেয়া টাকা চাওয়া ও সন্ত্রাসের প্রতিবাদ করায় ওই চা দোকানদার ও সর্দ্দার পাড়ার কয়েকটি বসতঘরে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এসময় তিনজন আহত হয়।

চা দোকানদার আব্দুল কাদের জানান, স্থানীয় কিছু বখাটে প্রায়ই তার দোকানে বাকি খেয়ে টাকা দেন না। একপর্যায়ে তাদের কাছে টাকা চাইতে গেলে উল্টো চাঁদা দাবি করে। বিষয়টির প্রতিবাদ করলে তার দোকান ও বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে তিনজনকে আহত করেছে। এছাড়া তারা প্রাণনাশের হুমকি দেয়।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, থানায় মামলা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর