২৯ জুন, ২০২২ ২১:১৭

সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি

যমুনা নদীর পানি ফের বাড়ছে। গত ২৪ ঘণ্টায় কাজিপুর পয়েন্টে ১১ সে.মি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭৮ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জ পয়েন্টে ৫ সে.মি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮৫ সে.মি নীচ প্রবাহিত হচ্ছে। সাত দিনের ব্যবধানে ফের পানি বাড়ায় যমুনা পাড়ের মানুষ বন্যার শঙ্কায় ভুগছে। 

এর আগে পানি বেড়ে বিপদসীমার ৫৮ সে.মি উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল। প্রায় ১০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। প্রায় সহস্রাধিক বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিপুল পরিমান তাঁত সরঞ্জামাদি নষ্ট হয়ে গেছে। এছাড়াও পানি বাড়ায় যমুনার অরক্ষিত অঞ্চল শাহজাদপুর, চৌহালী ও এনায়েতপুরে নদী তীরবর্তীরা ভাঙ্গনের শঙ্কা করছে। 

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, সাত দিনের ব্যবধানে ফের যমুনার পানি বাড়তে শুরু করেছে। বন্যার পূর্বাভাস অনুযায়ী আগামী দুই থেকে তিনদিন সামান্য বাড়বে। তবে আশঙ্কার কিছু নেই।  

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর