৩০ জুন, ২০২২ ২৩:২৭

খোয়াই নদীর চোরাবালিতে আটকে পড়ে ২ ছাত্রের করুণ মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি :

খোয়াই নদীর চোরাবালিতে আটকে পড়ে ২ ছাত্রের করুণ মৃত্যু

প্রতীকী ছবি

প্রতিদিন এলাকার অন্যান্য শিশু-কিশোরদের সাথে তারাও খোয়াই নদীর চরে ফুটবল খেলে ক্লান্ত হয়ে নদীর পানিতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে গোসল করে বাড়িতে ফেরে। কিন্তু আজ আর ফেরা হয়নি। বন্যার পানির সাতে আসা পলিতে নদীর নিচে জমা হওয়া চোরাবালীতে আটকা পড়ে দুই ছাত্রের করুণ মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের গরুর বাজার এলাকায় খোয়াই নদীতে এ ঘটনা ঘটে। নিহত দুই ছাত্র হল হবিগঞ্জ সদর উপজেলার যশেরআব্দা গ্রামের সেলিম মিয়ার ছেলে সাগর মিয়া (১৯) ও একই গ্রামের খেলু মিয়ার ছেলে নাহিদ মিয়া (১৪)। সাগর হবিগঞ্জ হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী এবং নাহিদ স্থানীয় একটি স্কুলের ৬ষ্ট শ্রেণির ছাত্র। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নদীর চরে ফুটবল খেলে সাগর ও নাহিদ গোসলের জন্য নদীতে ঝাঁপ দেয়। এ সময় নদীর নিচে জমা নরম চোরাবালিতে আটকে পড়ে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান তাদেরকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর