বরগুনার সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী গ্রামে নিখোঁজের তিন দিন পর এক মোটরসাইকেল চালকের মরদেহ বস্তাভর্তি অবস্থায় উদ্ধার করেছে গ্রামবাসী। আজ শুক্রবার এই মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম খোকন (৩৫)। তার বাবার নাম জয়নাল আবেদিন।
খোকন দীর্ঘ ১২ বছর ধরে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ৭ ভাইয়ের মধ্য খোকন ছিলেন ষষ্ঠ। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
খোকনের পরিবার সূত্রে জানা যায়, ২৮ জুন থেকে খোকন বাড়িতে না আসায় অনেক খোঁজ করেও তার সন্ধান না পেয়ে ২৯ জুন থানায় সাধারণ ডায়েরি করা হয়। সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া হয়।
শুক্রবার সকালে স্থানীয়রা বদরখালী বেড়িবাঁধ সংলগ্ন নদীর পাড়ে বস্তাভর্তি কিছু দেখতে পেয়ে উদ্বার করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে বস্তার মুখ খুলতেই বেরিয়ে আসে দুই পা বাঁধা গলা অর্ধেকটা কাটা এবং মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত-বিক্ষত মরদেহ।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলি হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মরদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ এবং কারা এর সঙ্গে জড়িত তদন্ত করে বের করা হবে।
স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী সরিষামুড়ী গ্রামে দুই নারীর সঙ্গে সুদের টাকা নিয়ে বিরোধ চলছিল খোকনের। ওই দুই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যারহস্য বেরিয়ে আসবে বলে তারা মন্তব্য করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ