৪ জুলাই, ২০২২ ২২:৩২

নন্দীগ্রামে জলাশয়ে মিলল 'সাকার ফিশ'

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

নন্দীগ্রামে জলাশয়ে মিলল 'সাকার ফিশ'

বগুড়ার নন্দীগ্রামে জলাশয়ে দেখা মিলল ‘সাকার মাউথ ক্যাটফিশ’ নামের মাছ। উপজেলার কৈগাড়ী-রিধইল গ্রামের মধ্যস্থ সাঁকোর জলাশয়ে মাছ ধরার সময় জালে আটকা পড়ে ‘সাকার’ মাছটি।

কলেজছাত্র নুরনবী জানান, ২ জুলাই রাতে মাছটি জালে আটকে পড়ে। দেখে প্রথমে ভয় লেগেছিল। পরের দিন ৩ জুলাই মাাছটির নাম জানা যায়। গেল কয়েকদিনের বৃষ্টির পানির স্রোতে মাছটি ভেসে জলাশয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে। 

নন্দীগ্রাম সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. ফেরদৌস আলী জানান, ‘সাকার মাউথ ক্যাটফিশ’ পাওয়া গেছে বলে শুনেছি। 

মৎস্য কর্মকর্তারা জানান, সাধারণত জলাশয়ের আগাছা, জলজ পোকামাকড় ও ছোট মাছ এদের প্রধান খাবার। এটি পুকুরে এবং জলাশয়ে ছড়িয়ে পড়লে দেশীয় প্রজাতির মাছ চাষ হুমকির মুখে পড়বে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর