গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় সুলতান মিয়া (৫৪) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এরশাদ নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের এসআই আব্দুস সালাম লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার রসুলপুর গ্রামের সাহেদ আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ কাভার্ডভ্যানসহ চালক জাহিদ হোসেনকে (২৪) আটক করে।
পুলিশ জানায়, আজ দুপুরে গাজীপুরের হোতাপাড়ার বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে রাজধানীর দিকে যাচ্ছিলেন সুলতান। তিনি পেশায় একজন নিরাপত্তা কর্মী। ঘটনার সময় সুলতান টঙ্গীর এরশাদ নগর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/আবু জাফর