লক্ষ্মীপুরের দুইটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মোবাশ্বেরা বেগম (৩৫) নামে এক নারীর বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও বিচ্ছিন্ন হাত নিয়ে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।
অন্য আহতরা হলেন- মোবাশ্বেরার মা সকিনা (৬০), বাবা জয়নাল (৭০), বোন রুনা (৩০), মেয়ে মৌসুমি (১৮) ও শিশুপুত্র শামীম (৮)। তাদের মধ্যে গুরুতর আহত সকিনাকে অন্যত্র প্রেরণ করা হয়েছে।
দুর্ঘটনার শিকার সকলে জেলা সদর হাসপাতালে একজন রোগী দেখে বাড়ি ফেরার পথে শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে লক্ষ্মীপুরের তোরাবগঞ্জ-মৌলভীরহাট সড়কের স্লুইসগেট এলাকায় দুর্ঘটনার শিকার হন। তাদের বাড়ি জেলার কমলনগর উপজেলার চরপাগলা গ্রামে। মোবাশ্বেরা ওই এলাকার আব্দুল জাহেরের স্ত্রী।
হাসপাতালে চিকিৎসাধীন আহত মৌসুমি জানান, তার এক মামাতো ভাইয়ের সিএনজি অটোরিকশা যোগে তারা ছয় জন জেলা সদর হাসপাতাল থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে তাদের অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে তাদের বহনকৃত গাড়িটি উল্টে পড়ে তারা গাড়ির নীচে চাপা পড়ে। স্থানীয়রা এসে তাদের গাড়ির নীচ থেকে বের করে। এ সময় তার মা মোবাশ্বেরার একটি হাত বিচ্ছিন্ন হয়ে থাকতে দেখেন তারা।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, হাসপাতালে ৬ জনকে আহতাবস্থায় আনা হয়েছে। এদের মধ্যে একজনের হাত বিচ্ছিন্ন। হাতটি বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করে তাকে ঢাকায় রেফার করা হয়েছে। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, দুইটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর