বরিশালে শ্রমিক ফ্রন্ট নেতা আইয়ুব আলী ও মোকলেছুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নগরীর কাশীপুর এলাকায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ২৮ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আব্দুল মানিক হাওলাদার, ২২ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার এবং হামলার শিকার আইয়ুব আলী ও মোকলেছুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আইয়ুব আলী ও মোকলেছুর রহমানের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। তারা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর