আগামীকাল ঈদুল আজহা। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে এরই মাঝে গ্রামের বাড়ি পৌছেছেন কোটি মানুষ। গত কয়েকদিন ধরে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে বাড়ি গিয়েছেন লাখো মানুষ। তবে পদ্মা সেতু চালুর পর সেভাবে যাত্রী ও যানবাহনের চাপ দেখা যায়নি দৌলতদিয়া ফেরিঘাটে।
আজ শনিবার সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা প্রায় ফাঁকা দেখা যায়। ফেরিঘাটের ৫ নাম্বার পল্টুনে দুইটি রো রো ফেরি অপেক্ষা করছে। ফেরির সাথে সংশ্লিষ্টরা জানান, মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে যাত্রী ও যানবাহনের চাপ নেই। তবে মাঝে মাঝে বেশ কিছু যাত্রী ফেরিতে দৌলতদিয়া প্রান্তে আসছেন। সকাল সাড়ে ৮টার কিছুক্ষণ পর মাধবীবলতা নামের একটি ছোট ফেরিতে শতাধিক যাত্রী দৌলতদিয়া আসতে দেখা দেখা গেছে। যাত্রী ও যানবাহনের চাপ না থাকায় ঘাট এলাকায় প্রশাসন ও পুলিশের নজরদারী সেভাবে দেখা যায়নি।
নারায়নগঞ্জের কাঁচপুর থেকে দৌলতদিয়া ফেরিঘাটে আসা যাত্রী মো: সোহেল আলী বলেন, আমি ভোর ৫টায় রওনা হয়ে সকাল সাড়ে ৮টায় ফেরিঘাট এসেছি। আমি চার বছর আসা যাওয়া করছি। এত স্বস্তির ঈদযাত্রা দেখিনি। সারা রাস্তা ফাঁকা বলে জানান তিনি।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানান, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে বর্তমানে ১৯টি ফেরি চলাচল করছে। তবে যাত্রী ও যানবাহনের চাপ সেভাবে নেই।
রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, আমি আগেই বলেছিলাম পদ্মা সেতু চালু হলে দৌলতদিয়া ফেরিঘাট ফাঁকা থাকবে। মানুষ এই ফেরিঘাটের ভোগান্তির কথা চিন্তা করেই পদ্মা সেতু ব্যবহার করবেন। সেটি হয়েছে। তবুও ঈদযাত্রায় অনেক মানুষ ফেরিঘাট দিয়ে বাড়িতে গিয়েছেন। পুলিশ নিরাপত্তার স্বার্থে ফেরিঘাট এলাকায় কাজ করছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ