কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প এলাকা থেকে অপহরণের ২৪ ঘণ্টা পর অপহৃত নুর ফয়সাল (২০) নামে এক রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে আর্মড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ।
শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের ঐ ক্যাম্পের সি-ব্লকস্থ পাহাড়ের পাদদেশ থেকে তাকে উদ্ধার করা হয়। নুর ফয়সাল নয়াপাড়া ক্যাম্পের মোহাম্মদ হোসাইনের ছেলে। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় নুর ফয়সালকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি তার স্বজনরা এপিবিএনকে অবহিত করে। ঘটনার পর থেকে নয়াপাড়া ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটিদল বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ক্যাম্পের সি ব্লকস্থ পাহাড়ের পাদদেশে থেকে অপহৃত ভিকটিমকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, ভিকটিমকে চিকিৎসার জন্য ক্যাম্প অভ্যন্তরে আইপিডি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপহরণের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ