পিরোজপুরের নেছারাবাদে প্রতিবেশী এক চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার উত্তর গগন গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পেশায় ট্রলার চালক ও তিন কন্যার জনক হাসান (২৮) উত্তর গগন গ্রামের মহিউদ্দিন এর ছেলে। হাসানের অভিযুক্ত হত্যাকারী তার প্রতিবেশী চাচা সরোয়ার (৪০) একই গ্রামের আব্দুল হাসেম এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাসানের স্ত্রী ফাতেমা এবং সরোয়ারের ভাই সাইদুলের স্ত্রীর সাথে পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের জেরে বেশ কিছু দিন পূর্বে হাসানের স্ত্রী ফাতেমা এবং সাইদুলের স্ত্রীর সাথে ঝগড়া ও মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় হাসান বাদী হয়ে পিরোজপুরের আদালতে একটি মামলা দায়ের করে এবং গতকাল আদালত থেকে সাইদুলের বাড়িতে একটি নোটিশ যায়। এ ঘটনায় সরোয়ার হাসানের ওপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়। এরপর শনিবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় সামনে থেকে হাসানের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে সরোয়ার। এতে হাসান ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে।
পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে হাসানকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে সরোয়ার।
নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক মো. সোলায়মান জানায়, পুলিশ মৃতদেহটি উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে এ ঘটনায় বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/ফারজানা