সৌদি আরবের সাথে মিল রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ গ্রামে শনিবার পালিত হয়েছে ঈদুল আজহা। উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল, মাইটকোমরা, গঙ্গানন্দপুর, রাখালতলি, দীঘিরপাড়, রূপাপাত ইউনিয়নের কাটাগড়, কলিমাঝি ও সুর্যোগসহ ১০ গ্রামের কয়েক হাজার মানুষ ঈদ উদযাপন করছেন।
এদিন সকাল ৮টায় মাইটকোমরা জামে মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সাড়ে ৯টায় মাইটকুমরা ঈদগাহ ময়দান এবং সকাল ১০টায় রাখালতলী মসজিদ ও সহস্রাইল দায়রা ঘরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
মাইটকোমরা গ্রামের কলেজছাত্র তামিম লস্কর বলেন, আমরা দুইদিন ঈদ উদযাপন করি। একদিন আগে-পরে নামাজ পড়া নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। দুই দিন ধরে সকলের বাড়িতে খাওয়া-দাওয়া চলে।
কাটাগড় গ্রামের বাসিন্দা আলফাডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহিদুল হক বলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখিল শরীফের অনুসারী হিসেবে তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করে থাকেন।
বিডি প্রতিদিন/এমআই