গাজীপুরের কাপাসিয়ায় বাস-সিএনজির সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে রাজেন্দ্রপুর-টোক সড়কের কাপাসিয়া উপজেলার চেওরাইট এলাকায় ইলুর মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার মো. সেলিম মিয়া (৫০) ও তার মেয়ে সাদিয়া (৮) ও কিশোরগঞ্জের কটিয়াদি থানার ভাট্টা গ্রামের নূরজাহান (২০)।
আহতরা হলেন নিহত নূরজাহানের স্বামী রুবেল মিয়া (৩২) ও নিহত সেলিম মিয়ার স্ত্রী রেহেনা (২৮)।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম বলেন, শনিবার সকাল আটটার দিকে রাজেন্দ্রপুর-টোক সড়কের কাপাসিয়া উপজেলার চেওরাইট এলাকায় ইলুর মোড়ে কিশোরগঞ্জগামী একটি সিএনজি অটোরিক্সাকে ঢাকাগামী অজ্ঞাত একটি বাস চাপা দেয়। এতে সিএনজিতে থাকা ৪/৫ জন যাত্রী গুরুতর আহত হয়। আহতবস্থায় তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. রফিকুল ইসলাম জানান, সকালে সড়ক দুর্ঘটনার ঘটনায় নুরজাহান ও সাদিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় সেলিম মিয়া মারা যান। গুরুতর আহত রেহেনা আক্তারকে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। অপর আহত রুবেল মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ