পবিত্র ঈদ-উল আজহায় রোগীরা যেন ঠিকমতো সেবা পায়, সেজন্য চিকিৎসকদের সাথে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। শনিবার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরে পরিদর্শন শেষে চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন তিনি।
এসময় হুইপ ইকবালুর রহিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন। স্বাস্থ্যসেবা থেকে কোনো মানুষ বঞ্চিত না হয়, সে দিকে নজর রাখতে হবে।
তিনি ঈদের ছুটিতে হাসপাতালে চিকিৎসা সেবা যেন বিঘ্নিত না হয় এবং চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যসেবা কর্মী ও রোগীদের খাওয়ার যেন অসুবিধা না হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন, ভারপ্রাপ্ত পরিচালক আবু রেজা মো. মাহমুদুল হক, কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. নুরুজ্জামান, ডা. আকতার কামাল, সুশেন রায় ও ডা. ইশরাত শারমিনসহ অন্যান্য চিকিৎসক।
বিডি প্রতিদিন/এমআই