নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আবু সাইদ (৭৫) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত ওই বৃদ্ধ সাইদ হলেন- যাত্রামুড়া এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার এস আই বেনু ঘোষণ দাস জানান, ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার যাত্রামুড়া এলাকায় একটি অজ্ঞাত গাড়ি এ পথচারী সাইদ খাঁনকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই সাইদ মারা যান। পরে খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তারা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করলে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ