কিশোরগঞ্জের করিমগঞ্জের একটি গণধর্ষণ মামলার পলাতক আসামি কামাল উদ্দিনকে (৪২) গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার রাতে রাজধানীর গুলিস্তান থেকে তাকে গ্রেফতার করা হয়।
কামাল উদ্দিন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার চরপাড়া এলাকার মঙ্গল মিয়ার ছেলে।
র্যাবের কোম্পানি অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, চলতি বছরের ২৭ জুন কিশোরগঞ্জের করিমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি গণধর্ষণ মামলা দায়ের করা হয়। কামাল উদ্দিন ওই গণধর্ষণ মামলার ২নং আসামি। মামলার পর থেকে গ্রেফতার এড়াতে করিমগঞ্জ থেকে পালিয়ে যান তিনি। তাকে গ্রেফতারের জন্য র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। অবশেষে রাজধানীর গুলিস্তানে তার অবস্থান নিশ্চিত করে র্যাব। পরে কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর শাহরিয়ার মাহমুদ খানের নেতৃত্বে অভিযান চালিয়ে কামালকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে র্যাবের কোম্পানি অধিনায়ক জানান। অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/কালাম