বগুড়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের কমিটির অভিষেক শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ টিটু মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি।
অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুল হান্নান, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার ১৭ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যকে শপথ বাক্য পাঠ করান।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, ‘বগুড়ায় জাতীয় নির্বাচনে সাংস্কৃতিক কর্মীদের মাঠে নামতে হবে। বগুড়ার সকল প্রান্তে বাউল, জারি, সারি, যাত্রা ছড়িয়ে দিতে হবে। সারাদেশে সাংস্কৃতিক কর্মকাণ্ডে কোনো বাধা তৈরি হবে না। এজন্য সকল জেলার এসপি, ডিসিকে চিঠি দেয়া হয়েছে। সাংস্কৃতিক কর্মকাণ্ডে কোনো পূর্ব অনুমতির দরকার হয় না। সাংস্কৃতিক কর্মীদের অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিবে। যতগুড় তত মিঠা, যত গুলো আসন দিবেন, বগুড়ার তত উন্নয়ন হবে। সাংস্কৃতিক কর্মীরা মাঠে নামবে।’
অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক জিয়াউল হক। অভিষেক অনুষ্ঠান সংগঠনের দপ্তর সম্পাদক এইচ আলিম ও প্রচার সম্পাদক লুবনা জাহানের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
বিডি প্রতিদিন/ফারজানা