জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু ও বর্তমানে শেখ হাসিনার হার না মানা নেতৃত্বে পরিচালিত অদম্য এক দেশ। ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ পাকা বাড়ি দিয়ে বিশ্ব ইতিহাসে বার বার নতুন রেকর্ড সৃষ্টি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে কেউ দারিদ্র, ভূমিহীন ও গৃহহীন থাকবে না।
শনিবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৩২ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ১৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়। দিনাজপুর পৌরসভায় ১৭ জন ও সদর উপজেলায় ১৫ জন রোগীকে এ সহায়তা দেয়া হয়।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোস্না, জেলা সমাজ সেবা কার্যালয়ে উপ-পরিচালক মো. আবু বক্কর সিদ্দিক, শহর সমাজসেবা অফিসার মাইনুল ইসলাম, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম। উপস্থাপনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. আসাদুজ্জামান।
একইদিন দিনাজপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব কল্যাণ তহবিল হতে ২০২১-২২ অর্থ বছরের অনুদানে দিনাজপুর জেলার ২৪টি যুব সংগঠনকে ৯ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরন করেন হুইপ ইকবালুর রহিম এমপি।
বিডি প্রতিদিন/হিমেল