বোনকে উত্যক্তের বিচার চাওয়ায় তিন ভাইকে কুপিয়ে জখম এবং ঘরবাড়ি ও ফার্মেসিতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের ভৈরবে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
বখাটেদের হামলায় আহত হাসান মাহমুদ, ওলিউল্লাহ ও আসাদুল্লাহ তিন ভাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরবপুর উত্তরপাড়ার স্টেডিয়াম সংলগ্ন এলাকায় নিজ বাড়িতে বসবাস করছে ডা. আবুবক্কর ছিদ্দিকের পরিবার। তার ছোট মেয়ে ভৈরবের একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বাসা থেকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করতো একই এলাকার কাজল মিয়ার বখাটে ছেলে শিপন। রাস্তায় উত্যক্তের ঘটনা বাসায় এসে পরিবারকে জানালে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে বিচার চাইলে তারা শালিসের একটি তারিখ নির্ধারণ করেন। শালিসের কথা শুনেই শিপন বখাটের দল নিয়ে শুক্রবার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বাসায় হামলা চালায়। এ সময় আবুবক্কর ছিদ্দিকের ছেলেরা বখাটেদের বাধা দিলে তারা রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তিন ভাই হাসান মাহমুদ, ওলি উল্লাহ ও আসাদুল্লাহকে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ সময় বখাটের দল তাদের বাসাবাড়ি ও ফার্মেসি ভাঙচুর করে।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা ডা. আবুবক্বর ছিদ্দিক জানান, স্কুলে যাওয়া-আসার পথে আমার মেয়েকে শিপন প্রতিদিনই উত্যক্ত করতো। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য লোকদের কাছে বিচার চাইলে তারা শালিসের তারিখ নির্ধারণ করেন। এরপরই শুক্রবার রাতে শিপনসহ বখাটের দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাসায় হামলা চালায়। এ সময় আমার তিন ছেলে বাঁধা দিলে তাদেরকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/কালাম