'নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মঈন উদ্দিন আহমদ। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, প্রতিবছরের ন্যায় সারাদেশসহ খাগড়াছড়িতেও সপ্তাহব্যাপী (৭দিন) জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে। আজ ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ২৩ জুলাই ১ম দিন মাইকিং, ব্যানার, ফেস্টুন'র মাধ্যমে ব্যাপক প্রচারণা, ২য় দিন বর্ণাঢ্য শোভাযাত্রা, শোভাযাত্রাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট হয়ে জেলা পরিষদ কার্যালয়ে এসে শেষ হবে, পরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৩য় দিন প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষী ও মৎসজীবিদের সাথে মতবিনিময় সভা, ৪র্থ দিন জেলা শহরে গুরুত্বপূর্ণ জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা, ৫ম দিন উপজেলা গুরুত্বপূর্ণ এলাকায় মৎসচাষিদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা। ৬ষ্ঠ দিনে সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান, ৭ম দিন জাতীয় মৎস সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান হবে।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. নুরুল আজম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, জেলা মৎস অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদ, জেলা মৎস্য অফিসের জরিপ কর্মকর্তা শরৎ কান্তি ত্রিপুরা প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল