বগুড়ার শাজাহানপুর উপজেলায় সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা সেমিনার রুমে উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ। উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসানের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাবেক সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান তারা, সাংবাদিক নজরুল ইসলাম, মিজানুর রহমান, দুলাল হোসেন, নাজির হোসেন, শাহীন আলম প্রমূখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান মতবিনিময়ে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, শনিবার (২৩ জুলাই) থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২। চলবে ২৯ জুলাই পর্যন্ত। এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।
নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে উপজেলার জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহব্যাপী প্রচার প্রচারণা, সাংবাদিক সম্মেলন, মাছের পোনা অবমুক্তকরণ, প্রামাণ্য চিত্র প্রদর্শন, মাছ চাষ বিষয়ক সেবা, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও মাছ চাষের উপকরণ বিতরণ, মোবাইল কোটসহ নানা কর্মসূচি পালন করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ